Search Chandan Majumder

Tuesday, 14 November 2023

Breast Cancer Awareness Program l Tata Medical Center l Kolkata


 

"Breast Cancer Awareness" program organized on 5th November 2023 at Tata Medical Centre, Newtown, Kolkata. Fashion model Chandan Majumder shares his mother's cancer treatment journey from 2016 to 2021 through this program.

Sunday, 12 November 2023

Fashion Model Chandan Majumder's Kolkata Tour 2023


 

Glamourous fashion model Chandan Majumder had a wonderful international short trip at Kolkata in the first week of November 2023. Majumder was looking absolutely stunning with during posing for a photo with the local yellow taxi of Kolkata city. He was wearing white check shirt from Pantaloons & pant from Zudio & he is absolutely looking hot & sexy with his golden blond highlighted wavy hairstyle. 

Tuesday, 8 August 2023

Model Chandan Majumder l Latest fashion photoshoot l Black & White look- 2023






 

Hair & Make-up: Hairobics 

Head of Styling: Rishi Rozario 

Photographer: Yousuf Ahmed 

Assist. Photographer: Nahiyan Bhuiyan 

Editor: Taskin Ahmed  

Lighting & Art Direction: Ujjol Hossain 

Set: Gangchil 

Producer: MD. Monir Hossain 

Shoot for: GANGCHIL's feature & publication

Wednesday, 26 July 2023

Commercial photoshoot of model Chandan Majumder l Men's Grooming


 

Model: Chandan Majumder Hair-styling & Make-up: Hairobics Head of Styling: Rishi Rozario Photographer: Yousuf Ahmed Assist. Photographer: Nahiyan Bhuiyan Editor: Taskin Ahmed Lighting & Art Direction: Ujjol Hossain Set: Gangchil Producer: MD. Monir Hossain Shoot for: GANGCHIL's feature & publication, Men's Grooming.


Thursday, 6 July 2023

NEW PHOTOSHOOT OF MODEL CHANDAN MAJUMDER

Model: Chandan Majumder

 

Hair-styling & Make-up: Hairobics Head of Styling: Rishi Rozario Photographer: Yousuf Ahmed Assist. Photographer: Nahiyan Bhuiyan Editor: Taskin Ahmed Lighting & Art Direction: Ujjol Hossain Set: Gangchil Producer: MD. Monir Hossain Shoot for: GANGCHIL's feature & publication

Monday, 26 June 2023

ছেলেদের ত্বক ও চুলের যত্নে ১০ টিপস


 ভালো ও সুন্দর থাকার জন্য নিজের প্রতি যত্ন নেওয়া উচিত ছেলেমেয়ে নির্বিশেষে সবার। ছেলেদের ত্বক ও চুলের যত্নে জেনে নিন কিছু টিপস।

১. ত্বক ভালো রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। গোসলের পর লোশন বা ফেস ময়েশ্চারাইজার লাগান মুখের ত্বকে। হাত, পা ও শরীরের অন্যান্য অংশে লাগান বডি লোশন বা ময়েশ্চারাইজার। ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না।

২. শেভ করার সময় অবশ্যই ভালো মানের শেভিং ক্রিম ব্যবহার করবেন। শেভ করার পর অনেকেরই ত্বক রুক্ষ ও লালচে হয়ে যায়। এ থেকে পরিত্রাণ পেতে চাইলে শেভিং ক্রিমে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আছে কিনা সেটা দেখে কিনবেন।

৩. ত্বক নিয়মিত পরিষ্কার রাখা খুব জরুরি। ধুলা, ময়লা ও তেল জমে লোমকূপ বন্ধ হয়ে গেলে ব্রণ, ব্ল্যাকহেডশের মতো সমস্যা দেখা দিতে পারে। সকালে ও রাতে ফেশওয়াশ দিয়ে পরিষ্কার করুন ত্বক।

৪. বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন ত্বকে।

৫. শ্যাম্পু নির্বাচনের সময় ছেলেদের জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু বেছে নিন। কারণ নারীদের চাইতে পুরুষদের মাথার ত্বকে বেশ কিছু পার্থক্য থাকে।

৬. অনেকে মনে করেন মেয়েদের চুলের জন্য বা লম্বা চুলের জন্যই কন্ডিশনার ব্যবহার করা জরুরি। তবে ধারণাটি সঠিক নয়। ছেলেদের চুলের জন্যও কন্ডিশনার ব্যবহার করতে হবে।

৭. ত্বকের তারুণ্য ধরে রখার জন্য পানিজাতীয় ফল ও শাকসবজি খান বেশি করে। টমেটো, শসা, তরমুজ, লেবু, পালং শাক, ব্রকোলি খান নিয়মিত।

৮. বাইরে বের হওয়ার আগে পেট্রোলিয়াম জেলির ছোট একটি কৌটা বা লিপবাম নিয়ে বের হবেন। প্রয়োজন মতো ব্যবহার করবেন ঠোঁটে। ঠোঁট থাকবে মসৃণ।

৯. অনেকে দাঁড়ি রাখেন। সেক্ষেত্রে নিয়মিত পরিষ্কার করবেন দাঁড়ি। শ্যাম্পু বা ফেশওয়াশ ব্যবহার করতে পারেন দাঁড়ি পরিষ্কারের জন্য। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে রুক্ষ হয়ে যেতে পারে দাঁড়ি।   

১০. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাবেন প্রতিদিন। ভালো থাকবে ত্বক ও চুল।

Saturday, 29 April 2023

Glamour model Chandan Majumder with his new look !



 

Fashion model Chandan Majumder was spotted with his new highlighted short hairstyle at Dhanmondi Rabindra Sarbar. This 35 year old model still looks very stylish and glamorous. He is the iconic idol of his devoted followers.