Search Chandan Majumder

Showing posts with label chandan's eye. Show all posts
Showing posts with label chandan's eye. Show all posts

Sunday, 3 May 2020

নেটফ্লেক্সে মুভি দেখেই সময় পার করছেন ফ্যাশন মডেল চন্দন

Model: Chandan Majumder 


চারিদিকে যখন করোনার ভয়াবহতা, গোটা শহরটা যখন থমকে রয়েছে, এইসময় কিভাবে সময় কাটাচ্ছেন তারকারা?
ফ্যাশন মডেল- চন্দন মজুমদারের সাথে এই ব্যাপারে ফোনে কথা হলে তিনি জানান
"করোনার ভয়াবহতা প্রথম শুরু হয় আমার টোলারবাগ এলাকা থেকেই সাথে সাথেই লক-ডাউন সবকিছুঅফিস বন্ধ, শুটিং বন্ধএকদম বাসায় বন্দি হয়ে যাই আমিমাঝে যখন এক বিল্ডিংএ জন ধরা পরে, আমরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় বসে থাকি
আমার সারাটা দিন নেটফ্লেক্সে মুভি আর আর্টিকেল পড়তে পড়তে কাটেআমিতো ঘরে থাকার ছেলে না, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা আমার
মাঝে মধ্যে সন্ধ্যায় একটু ছাদে হেটে আসি ইদানিং ইউটিউবে অনেক খাবারের ভিডিও দেখে আমি আর মা দুজনে মিলে সেই খাবার বানাই এভাবেই ৫০ টা দিনের মতো একদম বাসায় বসে আছি তারপরও বলবো সবাই এই দুর্দিনে বাসায় থেকেই যেন সুস্থ থাকে।  
বর্তমান পরিস্থিতির কারণে এবারের কোনো ঈদের শুটিং করছেন না এই মডেল সুস্থ থাকলে আবার কাজ করা যাবে বলে জানান চন্দন
ভক্তদের উদ্দেশে তিনি সবাইকে নিজ নিজ  বাসায় থেকেই সুস্থ থাকার পরামর্শ দেন

Monday, 8 April 2019

Latest Hot Photoshoot of Chandan Majumder 2019

Chandan Majumder


Latest hot & sensational photoshoot of fashion model- Chandan Majumder
Styling & Make-Over: Hairobics
Curl Hairstyle done by: Rishi Rozario
Assistant: Rabbi & Boby
Light Direction: Fahim & Ibrahim
Photographer: Yousuf Ahmed
Assistant Photographer: Nahiyan Islam

Saturday, 8 December 2018

CHANDAN MAJUMDER (Wallpaper 2018 latest)

Chandan Majumder

Model: Chandan Majumder 
Styling & Make-over: Shahariar
Hair set & styling: Rishi 
Concept & Photography: Yousuf Ahmed
Assistant Photographer: Ovi

Thursday, 15 November 2018

CHANDAN MAJUMDER (Latest Photoshoot-2018)

Chandan Majumder

GANGCHIL COVER 2K18 (20)
Styling & Make-Over: Hairobics
Hair-set & styling: Rishi Rozario
Assistant styling & make-over: Bobby & Elin 
Shoot for: Gangchil's Cover (20) 
Photography: Yousuf Ahmed
Set: Gangchil
Direction of Photography: Nahiyan Islam
Producer: Monir Hossain 

Sunday, 30 September 2018

Friday, 25 May 2018

CHANDAN MAJUMDER (Latest 2018 shoot)

Chandan Majumder 

Styling & Make-Over: Rishi Rozario 
Hairstyle (Curl look) : Bobby 
Photography: Nahiyan Islam 
Set: Gangchil 
Shoot for: EID Feature (Hairstyle) 2K18

Monday, 5 February 2018

Tuesday, 26 December 2017

Thursday, 30 November 2017

Chandan Majumder (Feature for hair care)

Chandan Majumder

এই শীতে চুলের যত্নঃ 

বছরের শেষ সময়। আর শীতের আবির্ভাব। প্রকৃতিতে
পাওয়া যাচ্ছে ঠাণ্ডা শীতের আভাস। শুষ্ক ও ধুলোযুক্ত এ
সময়ে চুলের জন্য চাই অধিক সময় আর অধিক যত্ন। 
এ সময়ের সব থেকে বড় সমস্যা হল খুশকি। যা অকালে
চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারন। তাই এসময়ে চুলের
বাড়তি যত্নে হেয়ারোবিক্সের ঋষি রোজারিও জানিয়েছেন
কিছু টিপস-

১. শীতকাল মানেই শুষ্ক সময়। চুল এ সময়ে হয়ে উঠে খুব 
রুক্ষ। অবশই নিয়ম করে সপ্তাহে ২-৩ দিন ভালো ভাবে 
গরম তেল মালিশ করতে হবে। তেলের সাথে লেবুর রস
দিতে হবে যদি খুব খুশকি থাকে। নারকেল তেল অথবা
জলপাইয়ের তেল ব্যাবহার করাটা বেশি শ্রেয় হবে।
চাকরিজীবীরা অন্তত ছুটির দিনগুলোতে চুলের জন্য সময় দিবেন।

২. মাসে ১-২ বার টকদই, তেলের সাথে মিশিয়ে প্যাক 
বানিয়ে ব্যাবহার করলে চুলের রুক্ষতা চলে যাবে। 

৩. বড় চুলে নিতে হবে বাড়তি যত্ন। রঙ করা অথবা
রিবন্ডিং চুলের জন্য মাসে ১-২ বার সেলুন অথবা পার্লারে
গিয়ে ধরন বুঝে হেয়ার কেয়ার ট্রিটমেন্ট নিতে হবে। 
যতটা সম্ভব হেয়ার জেল/ স্প্রে/ আয়রন থেকে দূরে থাকতে হবে।

৪. চুলের শুষ্কতা দূর করতে অথবা চুলকে কোমল রাখতে এলোবেরা জেল
ব্যবহার করতে পারেন। এই জেল শুধু মাত্র চুলের রুক্ষতাই কমাবেনা, 
চুল পড়া অনেকাংশে কমিয়ে দিবে। 

৫. যতই শীত পড়ুক, অবশ্যই প্রতিদিন ভালো করে গোসল করে
মাথার চুল ধুতে হবে। মোট কথা, চুলে কোনো ধুলো-ময়লা জমতে
দেয়া যাবেনা। অবেই চুল থাকবে ঝলমল ও প্রাণবন্ত। 

হেয়ার স্টাইলে পারদর্শী মডেল চন্দন মজুমদার তার চুল নিয়ে খুব সচেতন। 
কর্মজীবনের শত বাস্ততার মধ্যেও তিনি সপ্তাহে ১-২ দিন ভালো ভাবে হালকা গরম
জলপাই তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে ব্যবহার করেন।
চুলের যত্নের ব্যাপারে তার সাথে কথা হলে তিনি বলেন- 

" চুলের বাহারি স্টাইল তখনই সম্ভব, যখন চুল থাকবে প্রানবন্ত ও সুস্থ। 
চাকরী জীবনে ছুটির দিন ছাড়া একদম সময় পাইনা আমি। তাই কর্মদিবসের ১-২ দিন আমি রাতে ভালো করে
অলিভ ওয়েলের সাথে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে কাজে বের হয়ে যাই। 
আর যেহেতু আমার চুল খুবই ঘন, আবার তার উপর শুটিং থাকলেতো কথাই নাই,
সেক্ষেত্রে শুক্রবার অথবা ছুটির দিনে টক-দই কিংবা পাকা কলার প্যাক ব্যবহার করি।
কষ্ট আর হাস্যকর হলেও আমি এই যত্নটা নেই। কারন আমি আমার চুলকে খুব ভালোবাসি। আর টাক হয়ে কান্না করার থেকে 
চুলের যত্ন নিয়ে চুলকে বাঁচানো, আমি বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। ছেলে-মেয়ে সবারই উচিৎ নিজের চুলের যত্ন নেওয়া। "

Monday, 18 September 2017

Chandan Majumder (Durga Puja 2017 feature)

Chandan Majumder
DURGA PUJA - 2017
Feature shoot by GANGCHIL

Model: Chandan Majumder
Styling & Make-Over: Rishi Rozario
Photography: Nahiyan Islam

Sunday, 17 September 2017

CHANDAN MAJUMDER (Wallpaper)

Chandan Majumder
Styling & Make-Over: Nazrul
Hairstyle: Amit
Photographer: Yousuf Ahmed

Friday, 15 September 2017

CHANDAN MAJUMDER (Durga Puja Feature- 2017)

Chandan Majumder (Puja Feature - 2017)

PUJO FEATURE 2K17
(দুর্গা পুজা- ২০১৭)
Styling & Make-Over: Rishi Rozario
Hairstyling: Amit 
Photographer: Yousuf Ahmed
Shoot for: Gangchil Cover
Set: Gangchil
Producer: Monir Hossain

Tuesday, 29 August 2017

Saturday, 5 August 2017

Chandan Majumder (Latest Wallpaper)

Chandan Majumder

Styling & Make-Over: Rishi Rozario 
Hair-set & Styling: Niloy 
Airbrushing: Bobby 
Concept & Photography: Yousuf Ahmed 
Management & Director: Monir Hossain 
Set & Production: Gangchil
Shoot for: Gangchil Feature 2K17