Search Chandan Majumder

Monday, 1 August 2022

Fashion model Chandan Majumder With & Without Make-up look!


 

লাইট ক্যামেরা অ্যাকশন , গ্ল্যামার জগতে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে, ফ্যাশন মডেল তারকারা তাদের চেহারা বিভিন্ন ভাবে সাজান মেকাপের মাদ্ধমে। তাদের চেহারায় কাজ করেন অনেক মেকাপ আর্টিস্ট। থিম অনুযায়ী বিভিন্ন ভাবে মেকআপ করা হয়ে থাকে। 

এবার জানবো ফ্যাশন মডেল চন্দন মজুমদারের মেকআপের ব্যাপারে। 

আন্তর্জাতিক মানের অতীব সুন্দর এই মডেল মেকআপ ছাড়াই তার রূপ লাবণ্যে অনেক সুদর্শন। তার রূপে পাগল রয়েছে বিশ্বব্যাপী অনেক নারী। তবুও তাকে মেকআপ নিতে হয় শুটিংয়ের আগে। সম্প্রতি তার ব্যাক্তিগত মেকআপ আর্টিস্ট ঋষি রোজারিও জানান, "চন্দন বাস্তবে এমনিতেই অনেক সুন্দর। আর তিনি তার চুল আর চেহারার অনেক যত্ন দেন দেখে এখনো তার ত্বক খুব টান টান ও মসৃন। তাই খুব সহজেই তার ফেইসে মেকআপ বসে যায়। চন্দনের মুখ লম্বাটে, তাই তার মুখে মেকআপ করতে খুব একটা কষ্ট হয়না। তারপরও বেশ কিছু শুটের জন্য তার মেকআপ করতে ১-২ ঘন্টা লেগে গেছে। মূলত তার চোখে আমরা কাজ করি। তার বোল্ড লুকের জন্য তিনি বিশ্ববিখ্যাত। তার মুখের চীন (চাপা) এমনিতেই ভাঙা। তাই তার জন্য অতিরিক্ত গাল ভাঙার প্রয়োজন পরেনা। এই মডেলের হেয়ারস্টাইল করতেও ২-৩ ঘন্টা পার হয়ে যায়। 

দেখে নিন ফ্যাশন মডেল চন্দন মজুমদারের মেকআপ সহ আর মেকআপ ছাড়া ছবি।

No comments:

Post a Comment