Search Chandan Majumder

Saturday, 1 January 2022

শুধু শুটিংয়ের সময় না, বাস্তব জীবনেও হেয়ারস্টাইল করতে খুব ভালোবাসেন ফ্যাশন মডেল চন্দন মজুমদার!


 

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন মডেল চন্দন মজুমদার ইতিমধ্যে শীতের কিছু ফটোশুটের কাজ শেষ করলেন। বছরের শীতের সময়ে তার বেশ কয়েকটি শুটিংয়ের কাজ থাকে। মূলত তার চুলের জন্যই এই সময়ে তার কাজের চাপ থাকে তুলনামূলক ভাবে অনেক বেশি। ফটোগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে প্রোডাকশনের সবাই এই মডেলের হেয়ারস্টাইল নিয়েই কাজ করতে চান। ভিন্ন ধাঁচের সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের হাইলাইটস করা ওয়েভি চুলের জন্য খুবই জনপ্রিয় এই মডেল। তার নিজস্ব হেয়ারস্টাইলিস্ট ববি জানান- "শীতকালে চন্দন চুল বড় রাখে। আর ওর চুলগুলো নিয়ে বিভিন্ন ভাবে হেয়ারস্টাইল করা যায়। যেটা সব চুলে করা যায়না। কিন্তু ওর চুলের ধরণই আলাদা। আর তার উপর সে নিজেও হেয়ারস্টাইল করতে খুব ভালোবাসে। ওর বাসায় গেলে মনে হবে ছোটোখাটো একটা হেয়ার পার্লার। কি নাই ওর বাসায় হেয়ারস্টাইল করার জন্য? হেয়ারস্টাইলের উপর চন্দনের দক্ষতা অনেক। তাই ওর সাথে কাজ করে অনেক ভালো লাগে। আর যেহেতু সে নিজেই পারদর্শী, আমার অত ওর উপর শ্রম দিতে হয়না। নিজেই সব করে নেয়।" চন্দনের মেকাপ আর্টিস্ট ও কাছের বন্ধু ঋষি রোজারিও ঠিক একই কথা জানান। তিনি বলেন- "ও প্রতি মিনিটে পারলে আয়না দেখবে আর বলবে চুল গুলো ঠিক আছেতো? খুবই সেনসেটিভ সে তার চুল নিয়ে। দুনিয়ার কারো ক্ষমতা নাই ওর চুলে হাত দেওয়ার। খুব খেপে যায় সে। আর ওর হেয়ারস্টাইল গুলো এতো দারুন হয়, যে সব ধরণের ওয়েস্টার্ন লুকে ওকে মানিয়ে যায়। চুলের জন্য সে অনেক টাকাও খরচ করেন। " জানা যায়, বাস্তবেও এই মডেল হেয়ারস্টাইলের উপর থাকেন। তিনি ভীষণ ভাবে হেয়ারস্টাইল করতে ভালোবাসেন। শুধু তাই নয়, তার ব্যাস্ত জীবনের মাঝেও সময় করে নিজের চুলের যত্ন নেন। প্রতি শুক্রবার কিংবা ছুটির দিনগুলিতে তিনি হট অয়েল ম্যাসাজ করেন। বছরে ১-২ বার ইন্ডিয়া থেকে কেরাটিনস্মুথ করান। এই মডেল জানান- হেয়ারস্টাইল করার আগে সুস্থ চুল দরকার। নিয়মিত যত্ন সবার আগে, তারপর চলবে হেয়ারস্টাইল। তিনি আরো জানান- চুল হচ্ছে প্রতিটা মানুষের খুবই আকর্ষণীয় জিনিস। তাই চুলের ভালোভাবে যত্ন নিয়ে তাকে কাজে লাগানো উচিত। জেনে নিন যেভাবে চুলের যত্ন নেন এই মডেল- ১. প্রতি শুক্রবার ও ছুটির দিনগুলিতে হট অয়েল প্যাক। উপকরণ- জলপাই(অলিভ)তেল, নারকেল তেল(কুসুম গরম), এলোভেরা জেল, লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুল। সবকিছু ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরী করে মাথার ত্বক সহ সম্পূর্ণ চুলে লাগিয়ে ১-২ ঘন্টা অপেক্ষা করে চুল ধুয়ে ফেলেন। ২.  মাসে ১/২ বার টক দই কিংবা ১টা ডিমের সাথে জলপাই ও নারকেল তেল মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করেন। (কার্ল অথবা খুব ঘন-শুষ্ক চুলের জন্য) ৩. বছরে ১/২ বার কেরাটিনস্মুথ ট্রিটমেন্ট করেন। যেভাবে হেয়ারস্টাইল করেন- মডেল চন্দন মজুমদার নিজেই নিজের হেয়ারস্টাল করতে পারদর্শী। তার বাসায় যাবতীয় সব ধরণের হেয়ারস্টাইল করার উপকরণ ও যন্ত্র আছে। তিনি হেয়ারস্টাইলের জন্য হেয়ারস্প্রে খুব বেশি ব্যবহার করে থাকেন।  হেয়ার আয়রন কিংবা হেয়ারব্লোয়ার দিয়ে বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল করে, হেয়ারস্প্রে কিংবা হেয়ার সিরাম দিয়ে হেয়ার সেট করে থাকেন।

No comments:

Post a Comment