Search Chandan Majumder

Monday 20 December 2021

Chandan Majumder with his new hot pose !!!


 Fashion model Chandan Majumder looks very sensational in the latest new photoshoot with his new red printed shorts & newspaper printed shirt from Globus (India). 

This sensational photo was taken at Chandan's Home by fashion photographer Nahyan Islam. Chandan was sitting infront of multimedia desk in a very relaxed mode, which is a favorite corner of his room too. His make-up & hair was done by make-up artist Rishi Rozario. 

Sunday 3 October 2021

পূজোতে পড়ছেন না পাঞ্জাবী, হেয়ারস্টাইলই থাকবে পূজার সাজের মূল আকর্ষণ!


 র মাত্র কয়েকটা দিন। শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এই উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে পূজার আমেজ শুরু হয়ে গেছে। ঠিক তেমনি তারকাদের মাঝেও শুরু হয়ে গেছে পূজার দিনের জন্য  প্রস্তুতি। এই ব্যাপারে কথা হয় বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন মডেল চন্দন মজুমদারের সাথে। 

তরুণ এই ফ্যাশন মডেল ইতিমধ্যেই সেরে ফেলেছেন পূজার কেনাকাটা। তবে সাফ জানিয়ে দিয়েছেন পূজোতে পাঞ্জাবী পড়ছেন না। ওয়েস্টার্ন  কিংবা ক্যাজুয়াল লুকেই পূজার দিনগুলোয় দেখা যাবে তাকে। 

তবে প্রতিবারের মত বিশেষ আকর্ষণ থাকবে তার হেয়ারস্টাইলের উপর। এই মডেলের হেয়ারস্টাইলের উপর রয়েছে অগণিত ভক্ত। 

তার অসাধারন চুলের প্যাটার্নে রয়েছে অনেক ভিন্নতা। চুলকে তিনি অনেক ভালোবাসেন। তাই চুলের যত্ন ও সাজের পিছনে অনেক সময় ও টাকা ব্যায় করেন তিনি। পূজা উপলক্ষে ইতিমধ্যে তিনি চুলের স্প্লিটেন্ড কাটিয়ে বাসায় নিয়মিত হেয়ার স্পা চালিয়ে যাচ্ছেন। ব্যবহার করছেন নিয়মিত হেয়ার সিরাম। সপ্তাহে একদিন হট অয়েল ম্যাসাজ করতেও ভুলছেন না। তার মতে, হেয়ারস্টাইল করার আগে চুলকে সুস্থ ও মজবুত রাখতে হবে। পূজার ঠিক এক কিংবা দুই দিন আগে ডিপ কন্ডিশনারকরবে বলেও জানা যায়। পূজায় চুলের কি কি হেয়ার স্টাইল থাকবে, এই ব্যাপারে কথা হলে তিনি জানান- পূজার এই চার পাচ দিনে তাকে স্ট্রেট, ফুল কার্ল, ওয়েভি কার্ল, পনিটেইল সহ বিভিন্ন হেয়ারস্টাইলে দেখা যাবে। তার হেয়ারস্টাইলিস্ট বন্ধু ঋষি রোজারিও এই ব্যাপারে অনেক সহযোগিতা করবেন বলেও জানা যায়। 

Saturday 4 September 2021

ফ্যাশন মডেল চন্দন মজুমদারের চুল ও ত্বকের যত্ন নেওয়ার রুটিন :

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন মডেল তারকা চন্দন মজুমদার। ৩৩ বছরের এই মডেল তারকা আজও যেন একজন সদ্য যুবক। আমাদের প্রতিবেদককে জানিয়েছেন তার খুব সুন্দর চুল ও রুপের রহস্য। তিনি মনে করেন- প্রতিটি মানুষেরই নিজেকে ভালোবাসার অধিকার থাকা উচিৎ সবার আগে। শুধু মডেল কিংবা মিডিয়ার শিল্পিরা নিজেদের যত্ন নিবেন এটা নয়। সবারই উচিৎ নিজেকে ভালোবাসার। নিজেদের জন্য একান্ত কিছুটা সময় বের করার। তবেই নিজেকে সতেজ, প্রানবন্ত ও চির সবুজ রাখা সম্ভব। আর নিজেকে ভালোবাসার মধ্যে সঠিক ভাবে নিয়মিত চুল ও ত্বকের যত্ন সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ।

যেভাবে চুলের যত্ন নেনঃ

১। সপ্তাহের প্রতি শুক্রবার - সমপরিমাণ জলপাই তেল ও নারকেল তেল (হালকা কুসুম গরম করে), ১চা চামচ মধু, ২টা ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে মাথার স্কাল্পে সহ পুরো চুলে লাগিয়ে ৫মিনিট আলতো করে মাসাজ করে নিয়ে একটি তোয়ালে ফুটন্ত পানিতে গরম করে পেচিয়ে রাখেন ২০-৩০ মিনিট। অতপর শাম্পু করে প্রথমে কন্ডিশনার ও পরে নিউট্রিশান ব্যবহার করেন। (তিনি "লরিয়াল" কিংবা "ট্রেসিমি" ব্র্যান্ডের শাম্পু ও কন্ডিশনার এবং "ফ্রাঙ্ক প্রভোস্ট" ব্র্যান্ডের নিউট্রিশান ব্যবহার করেন।) জরুরি প্রয়োজন না পরলে স্বাভাবিক ভাবেই চুল শুকিয়ে নেন, নাহলে ব্লো-ড্রাই মেশিন ব্যবহার করেন। সব শেষে তিনি "অসিস প্লাস" ব্র্যান্ডের হেয়ার সিরাম চুলে লাগান।



২। মাসে ১/২ দিন- জলপাই তেলের সাথে টক দই কিংবা ডিম ফেটে নিয়ে তার সাথে ১চা চামচ মধু, এলোবেরা জেল ও ২-৩টা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করেন। প্যাক ১-২ ঘণ্টা রেখে (ষ্টীম বাদে) চুল উপরের নিয়ম অনুযায়ী ধুয়ে ফেলেন।


তিনি প্রায় প্রতিদিনই হার্ড হেয়ার স্প্রে ব্যবহার করে থাকেন। তার চুলে রয়েছে হাইলাইটস করা রঙ। আর শুটিং এর প্রয়োজনে হেয়ার আয়রন/ কার্ল মেশিন সহ অনেক কিছুই ব্যবহার করতে হয় তাকে, তাই তার চুলের রুক্ষতা কমাতে বছরে ১-২ বার কেরাটিন স্মুথ ট্রিটমেন্ট করান। খুব বেশী প্রয়োজন নাহলে তিনি হেয়ার আয়রন কিংবা ব্লো-ড্রাই মেশিন ব্যবহার করেন না। আর এগুলো ব্যবহার করার পূর্বে তিনি হেয়ার হিট প্রটেক্টর স্প্রে করে নেন। তবে চুলের স্টাইল করতে তিনি নিয়মিত হেয়ার স্প্রে কিংবা ওয়াক্স ব্যবহার করেন। হেয়ার জেল তিনি একেবারেই ব্যবহার করেন না। তার মতে চুল পড়ার সব থেকে বড় কারন হেয়ার জেল! হেয়ার স্প্রে কিংবা ওয়াক্স খুব পাতলা হওয়ায় সেটা শুধু চুলেই থাকে, হেয়ার জেল কিছুটা ভারি হওয়ায় কিংবা গরমে বেয়ে বেয়ে চুলের স্কাল্পে লেগে যায়। আর সেটার জন্যই চুল পড়ে থাকে। তাই তিনি হেয়ার জেল ব্যবহার না করার পরামর্শ দেন।


যেভাবে ত্বকের যত্ন নেনঃ

এই মডেল তার ত্বকের থেকে চুলের পিছনেই বেশী সময় দেন। শুটিং এর কারনে মেকআপের দরকার হয় দেখেই, যা-একটু টুকটাক স্বাভাবিক যত্ন নেন। সব থেকে মজার ব্যাপার হল তিনি ফেসওয়াসও ব্যবহার করেননা! তার মুখ সবসময় এমন প্রানবন্ত ও সতেজ থাকার সবথেকে বড় উপকরন হল- শসা কিংবা বরফ!


১। তিনি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ১-২ স্লাইস শসা কিংবা বরফ নিয়ে সারা মুখে হালকা মাসাজ করে স্বাভাবিক ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলেন।

২। সপ্তাহে ১ দিন কিংবা শুটিং থেকে বাসায় ফিরে তিনি একটা ছোট ফেস প্যাক বানান। ১চা চামচ কফি, ১চা চামচ মধু আর ভিটামিন ই ক্যাপসুল ১-২টা দিয়ে স্ক্রাব বানিয়ে ২-৩ মিনিট ভালো করে মুখে মাসাজ করে শসা দিয়ে মুখ আরেক দফা ১ মিনিটের মত মাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলেন।

এই মডেল শুটিং এর সময়েও খুব হালকা মেকআপ ব্যবহার করে থাকেন। আর যত দ্রুত সম্ভব শুটিং শেষে মেকআপ উঠিয়ে ফেলেন।

সর্বোপরি তিনি তার ভক্তদেরকে- যতটা সম্ভব বেশী করে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন। তিনি জানান- পানি হচ্ছে সবথেকে বড় ওষুধ। তিনি নিজেও সারা দিনে প্রচুর পানি পান করেন। তার মতে সবার আগে শরীরের ভিতর থেকে নিজেকে হাইড্রেড রাখতে হবে। তারপরে বাকি চর্চা। সুন্দর চুল ও ত্বকের জন্য পানির গুরুত্ত অপরিসীম। তিনি তার ভক্তদের চুল ও ত্বকের জন্য অন্তত সপ্তাহে একদিন যত্ন নেওয়ার পরামর্শ দেন। চুলে বেশী কিছু সম্ভব না হলেও তেল মাসাজ করার কথা জোর দিয়ে বলেন তিনি। তবে তেলটা হালকা গরম করে নিয়ে নিলে বেশী কার্যকর হবে। যাদের চুল পড়ার সমস্যা আছে, তাদের তিনি একেবারেই কন্ডিশনার সহ যাবতীয় সব ধরনের স্টাইলিশ পণ্য ব্যবহার না করার ও হারবাল শাম্পু ব্যবহার পরামর্শ দেন। আর মুখে যতটা সম্ভব কম জিনিস / কসমেটিক্স ব্যবহার করতে হবে। তবেই মুখের ত্বক থাকবে পরিষ্কার ও দাগহীন। আর অবশ্যই ব্রান্ডেড ও নিজের চুল ও ত্বকের সাথে মানানসই পণ্য ব্যবহার করতে হবে। রঙ / হাইলাইটস কিংবা রিবন্ডীং করা চুলে অবশ্যই ভালো মত করে যত্ন নিতে হবে। প্রয়োজনে গুগুল/ইউটিউব থেকে আরও ভালো টিপস নিয়ে কিংবা সরাসরি হেয়ার এক্সপার্ট কিংবা ডারমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। মোটকথা নিজের যত্ন যতদিন নেওয়া যাবে, ততদিনই যৌবন ধরে রাখা সম্ভব বলে জানান তিনি। আর বয়সটাকে শুধু মাত্র একটি সংখা মনে করতে হবে। প্রতিবেদনঃ তারেক রাহমান , বিডিমডেলনিউজ, ঢাকা।



Saturday 14 August 2021

Latest bold look of fashion model Chandan Majumder 2021




 


THE BOLDNESS 2021
Styling & Make-Over: Wazedul Islam
Hairstyling: Rishi Rozario
Photographer: Asif Adnan
Shoot for: OGILVY BD

Saturday 16 January 2021

মডেল বন্ধু চন্দন মজুমদারের ৩৩তম জন্মদিনে, তাকে ট্যাটু করিয়ে বার্থডে গিফট দিলেন- ট্যাটু আর্টিস্ট সাইদুর রহমান।


একজন চিত্রশিল্পী যেমন রঙের তুলিতে তার ক্যানভাসকে রাঙিয়ে নেন, ঠিক তেমনি ভাবে সুঁচের কালির মাধ্যমে শিল্পী তার সৃজনশীলতার বহির্প্রকাশ ঘটান মানব শরীরে। তিনি  বাংলাদেশের জনপ্রিয় সুপরিচিত ট্যাটু আর্টিস্ট- সাইদুর রহমান ভুঁইয়ান। 

যার জীবনটাই যেন একটা চিত্রকর্মের খেলা। বাংলাদেশের ট্যাটু আর্টিস্ট নামে যার সুপরিচিতি। ধানমন্ডির হ্যাপি আর্কেড শপিং মলে, রয়েছে তার ট্যাটু ষ্টুডিও। দেশি-বিদেশী ট্যাটু প্রেমিকদের অনায়াসে ট্যাটু করিয়ে দিচ্ছেন এই শিল্পী। তার স্টুডিওতে দেখা মেলে বাংলাদেশের সুপরিচিত তারকাদেরও। তারাও এসে অনেক ট্যাটু করিয়ে যান এই ট্যাটু আর্টিস্টের কাছে থেকে।

মিডিয়া ব্যাক্তিত্বের মধ্যে এই শিল্পীর অন্যতম কাছের বন্ধু হল- বাংলাদেশের ফ্যাশন মডেল চন্দন মজুমদার। যিনি একজন ট্যাটু প্রেমিক তার বন্ধু ট্যাটু আর্টিস্ট সাইদুরের ট্যাটুর কাজের বড় ভক্ত। সম্প্রতি এই মডেল গত জানুয়ারির ১০ তারিখে ৩৩ তম বয়সে পা রাখেন। জন্মদিনে প্রিয় বন্ধু সাইদুরকে তার নৈশ ভোজে নিমন্ত্রণ করতে ভোলেননি। কিন্তু এই ট্যাটু আর্টিস্ট তার কাজের প্রয়োজনে, বন্ধুর জন্মদিনের দিন, চট্টগ্রাম থাকেন। বন্ধু চন্দন ভীষণ ভাবে রেগে গেলে, ঢাকায় ফিরেই বন্ধুকে বার্থডে হিসেবে গিফট করেন ট্যাটু। গত বৃহস্পতিবার বন্ধু সাইদুরের স্টুডিওতে দেখা মেলে চন্দনের। করিয়ে নেন তার নয় নম্বর ট্যাটুটি।

এর আগেও তিনি তার বন্ধু ট্যাটু আর্টিস্ট সাইদুরের কাছ থেকে ৩টি ট্যাটু করান।

ট্রেডিশনাল কম্পাস ডিজাইনের একটি সুন্দর ডিজাইন চন্দনের বাম পায়ে করে দেন সাইদুর। খোস-আলাপের একফাকে ট্যাটু আর্টিস্ট সাইদুর বলেন- "চন্দন হচ্ছে একজন বড় মাপের ট্যাটু প্রেমিক। যেহেতু একজন শিল্পী, তাই এক শিল্পী, আরেক শিল্পীর গুন্ বুঝে উঠতে পারে। ওকে মানুষ চিনে মডেল হিসেবে, কিন্তু ফটোগ্রাফি এবং ফ্যাশন ডিজানিং ব্যাপক পারদর্শী। তারই ট্যাটুর মতো একটা শিল্পকে যেভাবে ভালোবাসে, সেভাবে খুব সম্মান করতে জানে এই শিল্পকে। ওর জন্মদিনে যেতে পারিনাই দেখে খুব খেপে ছিল। কিন্তু আমার দেওয়া বার্থডে গিফট পেয়ে সে মহাখুশি। ওর স্কিনে ট্যাটু নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে, কারণ নেকামি করেনা আর একদম স্থির থাকে। যেটা একজন ট্যাটু আর্টিস্ট প্রত্যাশা করেন। কারণ ট্যাটু চিরস্থায়ী হয়। স্থির না থেকে নড়া-চড়া করলে ডিজাইন নষ্ট হওয়ার প্রবণতা বেশি থাকে। ট্যাটু মোটেও আরামদায়ক নয়। বেশ ভালোই ব্যথা হয়ে থাকে। চন্দনের ধোর্য অনেক। আর পায়ে মূলত ব্যথা অনেক বেশি লাগে। কিন্তু সহ্য করে গেছে আর ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠেছে।"

৩৩তম জন্মদিনের ট্যাটু গিফট পেয়ে কিরকম অনুভুতি জানতে চাইলে মডেল চন্দন জানান-

" বিশ্বাস করুন, একদম রেগে গেছিলাম সাইদুরের উপর। জন্মদিন বলতে একান্ত কাছের মানুষদের সাথে একটু খাওয়া-দাওয়া সাইদুর আমার জীবনের খুবই কাছের বন্ধুর একজন। খুবই সুপরিচিত জনপ্রিয় ট্যাটু আর্টিস্ট। সব থেকে ওকে ভালো লাগার কারণ, একজন শিল্পী। শিল্পীর কদর সম্মান আমার কাছে সবার আগে। এবারের জন্মদিনের বেস্ট গিফট পেলাম, ট্যাটু করিয়ে দিয়েছে। এটাই ছিল গিফট। এর আগেও ওর কাছ থেকে আমি বেশ কয়েকটা ট্যাটু করিয়েছি। সবাই বেশ প্রশংসা করেছেন। আমি অবশ্যই ট্যাটু লাভারদের সাইদুরের কাছ থেকেই ট্যাটু করানোর পরামর্শ দিতে চাই। খুব প্রফেশনাল আর ওর কাজ খুবই নিখুঁত। আমার দোয়া ভালোবাসা ওর জন্য।"

 

Saturday 9 January 2021

It feels like I’m turning young: Chandan Majumder on 33rd birthday !



Chandan Majumder turning 33 today, but this fashion model says he still feels like a fresh young boy.

“I’m turning young. I think 33 is just a number. I’m not scared about ageing. It is always going to be young from inside. So what is there to be scared off? It is a part of my journey,” Chandan told PTI in an interview. 

At 33, Chandan continues to remain the most sought after irresistibly charming bachelor of BD fashion industry

This model has never shied away from flaunting his glamorous girl pals at social dos and other events.