আর মাত্র কয়েকটা দিন। শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এই উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে পূজার আমেজ শুরু হয়ে গেছে। ঠিক তেমনি তারকাদের মাঝেও শুরু হয়ে গেছে পূজার দিনের জন্য প্রস্তুতি। এই ব্যাপারে কথা হয় বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন মডেল চন্দন মজুমদারের সাথে।
তরুণ এই ফ্যাশন মডেল ইতিমধ্যেই সেরে ফেলেছেন পূজার কেনাকাটা। তবে সাফ জানিয়ে দিয়েছেন পূজোতে পাঞ্জাবী পড়ছেন না। ওয়েস্টার্ন কিংবা ক্যাজুয়াল লুকেই পূজার দিনগুলোয় দেখা যাবে তাকে।
তবে প্রতিবারের মত বিশেষ আকর্ষণ থাকবে তার হেয়ারস্টাইলের উপর। এই মডেলের হেয়ারস্টাইলের উপর রয়েছে অগণিত ভক্ত।
তার অসাধারন চুলের প্যাটার্নে রয়েছে অনেক ভিন্নতা। চুলকে তিনি অনেক ভালোবাসেন। তাই চুলের যত্ন ও সাজের পিছনে অনেক সময় ও টাকা ব্যায় করেন তিনি। পূজা উপলক্ষে ইতিমধ্যে তিনি চুলের স্প্লিটেন্ড কাটিয়ে বাসায় নিয়মিত হেয়ার স্পা চালিয়ে যাচ্ছেন। ব্যবহার করছেন নিয়মিত হেয়ার সিরাম। সপ্তাহে একদিন হট অয়েল ম্যাসাজ করতেও ভুলছেন না। তার মতে, হেয়ারস্টাইল করার আগে চুলকে সুস্থ ও মজবুত রাখতে হবে। পূজার ঠিক এক কিংবা দুই দিন আগে ডিপ কন্ডিশনারকরবে বলেও জানা যায়। পূজায় চুলের কি কি হেয়ার স্টাইল থাকবে, এই ব্যাপারে কথা হলে তিনি জানান- পূজার এই চার পাচ দিনে তাকে স্ট্রেট, ফুল কার্ল, ওয়েভি কার্ল, পনিটেইল সহ বিভিন্ন হেয়ারস্টাইলে দেখা যাবে। তার হেয়ারস্টাইলিস্ট বন্ধু ঋষি রোজারিও এই ব্যাপারে অনেক সহযোগিতা করবেন বলেও জানা যায়।