Search Chandan Majumder
Sunday, 29 September 2019
Saturday, 28 September 2019
PUJA LOOK - 2019 WITH MODEL CHANDAN MAJUMDER
Chandan Majumder, Puja Look- 2019 |
অন্যরকমের
পূজার সাজ নিয়ে মডেল
চন্দন-
আর কয়টা দিন পরেই
শুরু হবে হিন্দু সম্প্রদায়ের
সব থেকে বড় ধর্মীয়
উৎসব দূর্গা পূজা। ইতিমধ্যেই চারিদিকে মন্ডপ গুলোতে চলছে কারুকার্য ও পূজার ব্যাপক আয়োজন। ।
ফ্যাশন
সচেতন তারকারা ইতিমধ্যেই ছুটছেন হয় ফ্যাশন হাউজ
গুলোতে কিংবা দর্জিবাড়ি।
এরই
মধ্যে কথা হয় ফ্যাশন
মডেল চন্দন মজুমদারের সাথে। পূজা নিয়ে ব্যাপক
আয়োজনের মধ্যে আছেন।
প্রতিবারের
মতো এবারও মডেল চন্দন পূজার
ফটোশুটে অংশগ্রহণ করেন। এবারে একেবারেই ভিন্ন সাজে দেখা মেলে
এই মডেলকে। পাঞ্জাবি/কুর্তা/পায়জামা/ক্লাসিকাল লুকটা বাদ দিয়ে একেবারেই
ওয়েস্টার্নের সাজে দেখা মেলে
তাকে।
এলোমেলো
চুলে, ভাইব্রেট শার্ট ও ট্রেন্ডি জিন্স
প্যান্টের সাথে মাথায় পূজার
লাল তিলকের সাথেই গাংচিলের নতুন পূজার সাজের
মডেল হন তিনি।
ঠিক
এই সাজেই দেখা যাবে চন্দনকে
পূজার দিনগুলোয়। কোলকাতা থেকে ইতিমধ্যেই পূজার
ব্যাপক শপিং করে ফিরেছেন
এই মডেল।
ফোনে
তার সাথে কথা হলে
তিনি বলেন-
"প্রতি
বছর পূজার এই চারটি দিনের
জন্যই অপেক্ষা করি। মা আবার
আসবেন। রঙে ঢঙে, ঢাক
ঢোলের তালে তালে মাকে
বরণ করে নেওয়ার আনন্দ
বলার বাইরে।
আমার
সাজ খুব সাধারণ। সবসময়
আবহাওয়ার কথা মাথায় রেখেই
আমি পূজার সাজটা নেই। তবে আমার
আসল সাজ বরাবরের মতোই
আমার চুলের উপরই থাকবে।
চারটা
দিনই ক্যাজুয়াল শার্ট - প্যান্ট পরেই বার হওয়ার
ইচ্ছা। একমাত্র বড় পূজা অষ্টমীর
দিন হয়তো পাঞ্জাবি পড়তেও
পারি। তবে চুলের উপর
আকর্ষণটা সব থেকে বেশি
থাকবে।"
পূজার
কাজ নিয়ে কথা হলে
তিনি বলেন-
" এবারের
কাজটাও ঠিক ভিন্ন ধারার
ছিল। ফটোগ্রাফার বন্ধু নাহিয়ানের সাথেই কাজ করা। একদম
হুট্-হাট করেই কাজটা
করি। রাতে ফোন করলে
আমি জানাই- যদি পাঞ্জাবি / কুর্তা
এসব ছাড়া ওসেটার্ন লুকে
শুট করতে পারো তাহলেই
করবো। পরে আর কি?
বন্ধুর কাজতো ফেলতে পারিনা। করলাম। খুবই শিগ্রহি ওয়েবসাইট
গুলোতে চলে আসবে।"
পূজার
দিনগুলো কিভাবে কাটাবেন এ ব্যাপারে তার
সাথে কথা হলে তিনি
জানান- অফিস থেকে ইতিমধ্যেই
পূজার জন্য ছুটি নিয়েছেন।
বড় পূজার দিন মা- বাবার
সাথেই অঞ্জলি দিয়ে বিভিন্ন মন্দির
ঘুরবেন। বাকি দিনগুলো বন্ধু-বান্ধবদের সাথেই ঘুরবেন, ফিরবেন।
সবাইকে
পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে
নিমন্ত্রণ জানিয়েছেন এই মডেল। পূজার
মণ্ডপ গুলিতে ভক্তদের সাথে দেখা হলে
জমিয়ে আড্ডাও দেবেন বলে জানিয়েছেন তিনি।
Subscribe to:
Posts (Atom)